ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

তীর্থযাত্রীবাহী গাড়ি পুকুরে, নিহত ৩১

প্রকাশনার সময়: ০২ অক্টোবর ২০২২, ১২:১৩
ছবি: সংগৃহীত

ভারতের কানপুরে যাত্রীবাহী একটি ট্রাক্টর ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৩১ তীর্থযাত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।

শনিবার (০১ অক্টোবর) রাতে কানপুরের ঘাটমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাড়িটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিল। কানপুরের কাছে পৌঁছালে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ঘটনার পর দ্রুত উদ্ধার কাজে যোগ দেন স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন।

সূত্র্র : এনডিটিভি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ