ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কাবুলে বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৩৫ 

প্রকাশনার সময়: ০২ অক্টোবর ২০২২, ১১:০১ | আপডেট: ০২ অক্টোবর ২০২২, ১১:১০
ছবি : ডন

আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শহরের পশ্চিমে দাশত-ই বারচির একটি শিক্ষালয়ে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নারী ও শিশুসহ হাজারা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মানুষ রয়েছেন। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

জাতিসংঘ মিশন জানিয়েছে, হামলায় আহত আরো ৮২ জন হয়েছেন। কাবুল সরকার এখন পর্যন্ত যে পরিমাণ হতাহতের সংখ্যা প্রকাশ করেছে, তার চেয়ে সেই সংখ্যা অনেক বেশি।

শনিবার টুইটার বার্তায় জাতিসংঘ মিশন আরো জানায়, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী। শিক্ষা কেন্দ্রটির কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে শিক্ষার্থীরা সেখানে অধ্যয়ন করছিলেন।

এর আগে ২০২০ সালে পশ্চিম কাবুলের একটি শিক্ষা কেন্দ্রে বোমা হামলায় ২৪ জন নিহত হন। এ হামলার দায় স্বীকার করেছিল আইএস-এর সহযোগী সংগঠনের সদস্যরা। এরপর ২০২১ সালের গত মে মাসে দাশত-ই বারচিতে একটি স্কুলের কাছে হামলায় ৮৫ জন নিহত হয়।

সূত্র: আল-জাজিরা

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ