ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ফাইভজি যুগে ভারত

প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২২, ১৩:৫৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটিতে আনুষ্ঠানিক ফাইভজি মোবাইল ইন্টারনেট পরিষেবার উদ্বোধন করেছেন। দেশটির টেলিকম ইতিহাসে এটি একটি বড় মাইলফলক বলে মনে করা হচ্ছে। শনিবার (১ অক্টোবর) নয়াদিল্লির ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২২-এর ৬ষ্ঠ সংস্করণে ফাইভজি পরিষেবা উদ্বোধন করেন মোদি।

এসময় বলা হয়, এই মাসের শেষের দিকে ভারতের দিল্লি, মুম্বাই, কলকাতা ও হায়দ্রাবাদের মতো ১৩টি নির্বাচিত শহরে ফাইভজি চালু করা হবে। আগামী কয়েক বছরের মধ্যে পর্যায়ক্রমে অন্যান্য শহরগুলোতে এর পরিষেবা বাড়ানো হবে।

যানবাহন, রোবোটিক সার্জারি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির জন্য দ্রুতগতির মোবাইল ইন্টারনেটের পঞ্চম প্রজন্ম বা ফাইভজি ব্যবহার করা হয়।

ফাইভজি শুধুমাত্র উচ্চগতিসম্পন্ন মোবাইল ইন্টারনেটের যুগের সূচনা করে না, ভারতের এক ট্রিলিয়ন ডলারের উচ্চাভিলাষী অর্থনীতির পরিকল্পনার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ