ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ব্যাগ রাখা নিয়ে বিমানে লঙ্কাকাণ্ড, গ্রেফতার ৪ 

প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২২, ১০:০১

বিমানে ব্যাগ রাখা নিয়ে দুই যাত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। এর মধ্যেই একজন অন্যজনকে জিজ্ঞেস করেন, ‘ব্যাগে এমন কী আছে?’ অন্যজন বলেন, ‘বোমা আছে।’ আর এতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

তার জেরে প্রথমে স্থগিত করা হয় বিমানের ফ্লাইট। তারপর গঠন করা হয় বিশেষ কমিটি। তারা ঘটনা তদন্ত করে বিমানটি তল্লাশির নির্দেশ দেন। দীর্ঘ তল্লাশির পর বোমা না পাওয়ায় আবার ওড়ার প্রস্তুতি নেয় বিমানটি। কিন্তু ততক্ষণে দুই ঘণ্টা ৪০ মিনিট দেরি হয়ে গেছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় জড়িত চার ভারতীয় যাত্রীকে গ্রেফতার করেছে।

সূত্র: আনন্দবাজার

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ