ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

স্ত্রীর জন্মদিন ভুলে গেলেই জেল, আতঙ্কে থাকেন স্বামীরা! 

প্রকাশনার সময়: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৮
প্রতীকী ছবি

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়াটা রীতিমতো অপরাধ। সেই অপরাধ প্রমাণিত হলে জেল-জরিমানাও হতে পারে। ফ

তবে আইন যখন রয়েছে, তার ফাঁকও কি নেই? সামোয়ার আইনে নাকি সে ফাঁকফোকরও রয়েছে। স্ত্রীর জন্মদিন ভুলে গেলেও তাই পার পেয়ে যেতে পারেন সে দেশের পুরুষেরা।

যদি কোনো ভাবে স্ত্রীর জন্মদিনটি ভুলে যান, তবে সামোয়ার নাগরিকেরা আইনি ঝামেলায় পড়তে পারেন। তবে শর্ত একটাই! সে বিষয়ে স্ত্রী থানায় গেলে তবেই পুলিশের ঝামেলা পোহাতে হবে।

দেশটির আইনে নাকি বলা হয়েছে, একবারও স্ত্রীর জন্মদিন ভুলে গেলে আপনার কপালে দুঃখ রয়েছে। সেটি অপরাধ বলে গণ্য হয়। তবে সে ক্ষেত্রে স্ত্রীকে থানায় লিখিত অভিযোগ জানাতে হবে।

স্ত্রীর অভিযোগের ভিত্তিতে সামোয়ার পুলিশ থানায় তলব করবে সেই অভিযুক্ত স্বামীকে। এরপর থানার কর্মকর্তারা কড়া প্রশ্নের মুখে পড়তে হবে তাকে। হতে পারে কারাদণ্ডও। তবে ভয়ের কিছু নেই। দেশটির আইনে এ অপরাধ গুরুতর হলেও স্বামীকে রক্ষা করার জন্য আইনও আছে।

স্ত্রীর জন্মদিন প্রথম বার ভুলে গেলে তা শোধরানোর সুযোগও পাবেন স্বামী। প্রথম ভুলে স্বামীকে হুঁশিয়ারি দিয়েই ছেড়ে দেয় পুলিশ। যাতে ভবিষ্যতে তিনি আর এ ভুল না করেন। যদি দ্বিতীয় বার একই অপরাধ করে অর্থাৎ স্ত্রীর জন্মদিন ভুলে গেলে জেলে থাকতে হবে অপরাধীকে।

সূত্র : আনন্দবাজার

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ