ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬
পাকিস্তানে নাজুক অর্থনীতি

পদ থেকে সরে দাঁড়ালেন অর্থমন্ত্রী 

প্রকাশনার সময়: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫১

পদত্যাগ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল।

নজিরবিহীন বন্যায় দেশের অর্থনীতির নাজুক পরিস্থিতির মধ্যে রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পাকিস্তান আগে থেকেই অর্থনৈতিক সংকট মোকাবেলা করছিল। তার মধ্যে আর সম্প্রতিক বিধ্বংসী বন্যার কারণে সেই সংকট আরো চরম আকার ধারণ করেছে।

রোববার গভীর রাতে টুইট বার্তায় মিফতাহ ইসমাইল বলেন, আমি মৌখিকভাবে অর্থমন্ত্রী হিসাবে পদত্যাগ করেছি। ইতোমধ্যে আমি একটি বৈঠকে পদত্যাগের বিষয়ে শেহবাজ শরীফকে ইঙ্গিত দিয়েছি। পাকিস্তানে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করব।

মিফতাহ ইসমাইল এবং শেহবাজ শরিফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং আগামী সপ্তাহের শুরুতে পাকিস্তানে ফিরবেন।

উল্লেখ্য, চলতি মাসের বন্যায় ভেঙে পড়েছে পাকিস্তানের অর্থনীতি। বন্যায় প্রায় ৩০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এবং প্রাণহানি হয়েচে প্রায় ১৫০০’র বেশি মানুষ। বিশ্বব্যাংক ইতোমধ্যে পাকিস্তানকে ২ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ