ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সমুদ্রে তলিয়ে যাচ্ছিলেন বরিস জনসন, অতঃপর...

প্রকাশনার সময়: ০৯ আগস্ট ২০২১, ০৭:২৫

ছুটি কাটাতে গিয়ে সমুদ্রে তলিয়ে যাচ্ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরে তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা তাকে নিরাপদে তীরে ফিরিয়ে আনেন।

স্কটল্যান্ডের অ্যাপলক্রস উপদ্বীপে সপরিবারের সাথে ছুটি কাটাতে গিয়ে বরিস জনসন এ দুর্ঘটনা কবলে পড়েন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল প্রতিবেদনে জানিয়েছে।

ওই সূত্র জানায়, বরিস সমুদ্রে তলিয়ে যাচ্ছিলেন। ঢেউ তাকে অনেক দূর ভাসিয়ে নিয়ে গিয়েছিল।

এমনকি বরিসের নিরাপত্তা রক্ষীরা তাকে উদ্ধারের জন্য হেলিকপ্টারের সাহায্য নেওয়ার কথা ভাবছিলেন। তবে শেষমেষ কোনো বিপর্যয় ছাড়াই তীরে আসতে সক্ষম হয়েছিলেন তিনি।

গত বছরের আগস্টে এই ঘটনা ঘটলেও সম্প্রতি তা সামনে আসে। যদিও ডাউনিং স্ট্রিট এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

তবে ওই ছুটি শেষে বরিস জনসন অন্য মন্ত্রীদের বলেছিলেন, নিজের ‘মৃতদেহের’ ওপর দিয়ে তিনি আর কখনোই স্কটল্যান্ডে ছুটি কাটাতে যাবেন না। সেটা ওই সমুদ্রে ভেসে যাওয়ার ঘটনার ইঙ্গিত ছিল কী না তা জানা যায়নি।

ওই ছুটি কাটাতে গিয়ে অবশ্য কম বিপাকে পড়েননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। সে সময়কার প্রেমিকা, বর্তমান স্ত্রী ক্যারি সাইমন্ডস ও তাদের ছেলে উইলফ্রেডের সঙ্গে তিনি যে কটেজে ছিলেন সাংবাদিকরা তার খোঁজ পেয়ে যাওয়ায় ছুটি সংক্ষিপ্ত করে ফিরতে বাধ্য হন বরিস জনসন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ