ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

সৈকতে আটকা পড়ে ২০০ তিমির মৃত্যু

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৬

অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের কিং দ্বীপে আটকে পড়া ২৩০টি তিমির মধ্যে ২০০টিই মারা গেছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর আটকে পড়া তিমি সমুদ্রপাড়ে দেখতে পান স্থানীয়রা। দ্বীপে এভাবে তিমি আটকে পড়াকে অস্বাভাবিক বলছেন পরিবেশবিদরা।

দেশটির রাষ্ট্রীয় বন্যপ্রাণী পরিষেবা অধিদফতার জানিয়েছে, আনুমানিক ২৩০ পাইলট তিমির মধ্যে মাত্র ৩৫টি এখনো জীবিত রয়েছে। যেগুলো বেঁচে রয়েছে সেগুলোকেও উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, সৈকতজুড়ে কয়েক ডজন তিমি পড়ে রয়েছে। কয়েকটি তিমি নিঃশ্বাস নেয়ার চেষ্টা করছে। স্থানীয়রা জীবিত তিমিদের কয়েকটিকে ভেজা কম্বল জড়িয়ে দিয়েছেন। কেউ বালতি করে পানি দিয়ে তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।

পরিবেশবিদরা বলছেন, জোয়ারের পানিতে পথ ভুলে সৈকতে আসার পর পানি নামলেও তিমিগুলো সমুদ্রসৈকতে আটক পড়ে। এ ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও তাসমানিয়ার দ্বীপে তিমি আটকে পড়ার ঘটনা নতুন নয়। এর আগেও পশ্চিম উপকূলে ৩৬০টি পাইলট তিমি আটকা পড়েছিল। এর মধ্যে ১১১টি তিমিকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার পরিবেশ ও পানি বিষয়ক মন্ত্রী তানিয়া প্লিবারসেক টুইট বার্তায় বলেন, ব্যাপকভাবে তিমির আটকা পড়ার খবর দুঃখজনক।

সূত্র : এনডিটিভি, এএফপি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ