ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

যুদ্ধ বন্ধের দাবিতে রাশিয়ায় বিক্ষোভ, গ্রেফতার ১ হাজার

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৮

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রায় সাত মাস পেরিয়ে গেছে। এই যুদ্ধ কবে শেষ হবে তার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তবে ইউক্রেনের সাথে চলমান যুদ্ধে নতুন করে সৈন্য পাঠানোর বিরোধিতা করে বিক্ষোভ থেকে ১ হাজারের অধিক নাগরিককে গ্রেফতার করেছে রুশ পুলিশ।

শিয়ান হিউম্যান রাইটস গ্রুপ ওভিডি-ইনফো জানিয়েছে, গ্রেফতারকৃতদের সংখ্যা ১ হাজাররের অধিক। মস্কো ও সেইন্ট পিটার্সবার্গে বিক্ষোভের সময় তাদের গ্রেফতার করা হয়।

এর আগে স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) ভোরে টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘আংশিক সেনা সমাবেশের’ ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রাশিয়া এ ধরনের সেনা সমাবেশ করতে যাচ্ছে। এই আংশিক সেনা সমাবেশে ৩ লাখ রিজার্ভ সেনাকে ডাকা হবে।

এছাড়াও ইউক্রেনের সাথে চলমান যুদ্ধে জয় পেতে আরো সৈনিক পাঠাতে চান বলে ঘোষণা দেন তিনি। এ সময় পুতিন পশ্চিমাদের হুমকি দিয়ে বলেন, আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা যদি হুমকির মধ্যে পড়ে, রাশিয়া এবং এর জনগণকে রক্ষা করার জন্য আমরা সবরকমের পদক্ষেপ নেব।

সূত্র : বিবিসি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ