ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কারাগারে স্বামীর সাথে সময় কাটাতে স্ত্রীকে কেবিন সুবিধা

প্রকাশনার সময়: ২১ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৫

কারাগারের মধ্যেই স্বামী বা স্ত্রীর সাথে সময় কাটাতে পারবেন বন্দিরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থেকে ভারতের পাঞ্জাবের জেলে চালু হয়েছে এই নতুন নিয়ম। দেশটি এটিই প্রথম কোনো রাজ্য, যেখান এই নিয়ম চালু করল কারা কর্তৃপক্ষ।।

কারা বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে গোবিন্দওয়াল সাহিব সেন্ট্রাল জেল, নাভার নতুন জেলা জেল, ভাটিণ্ডার মহিলা জেলে এই সুযোগ চালু করা হচ্ছে। তবে ভয়ঙ্কর অপরাধী, গ্যাংস্টার, জীবনের ঝুঁকি রয়েছে এমন বন্দি, যৌন হেনস্থায় জড়িতদের সুযোগটি দেয়া হবে না।

কারা কর্তৃপক্ষ বলে, স্বামী বা স্ত্রীর সাথে সময় কাটাতে চাইলে জেলে থাকাকালীন বন্দিকে ভালো আচরণ করতে হবে। তবেই সংশোধনাগারের নির্দিষ্ট একটি ঘরে দুই ঘণ্টার জন্য সাক্ষাতের ব্যবস্থা করে দেয়া হবে।

জানা গেছে, ওই ঘরের সাথে থাকবে শৌচালয়ও। তিন মাসে এক বারই মিলবে এই সাক্ষাতের সুযোগ।

তবে বন্দির সাথে দেখা করতে এলে অবশ্যই স্বামী বা স্ত্রীর বিয়ের প্রমাণপত্র দেখাতে হবে। পাশাপাশি, করোনা, এইচআইভি বা কোনো সংক্রামক রোগ নেই, এমন মেডিক্যাল সনদও দেখাতে হবে।

সূত্র : এনডিটিভি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ