ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

লিফটে পা আটকে স্কুলশিক্ষিকার মৃত্যু

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩০

লিফটের ভেতরে একটি পা। বাইরে পুরো শরীর। সেই অবস্থাতেই চলতে শুরু করল সেটি। গুরুতর আহত স্কুলশিক্ষিকাকে (২৬) হাসপাতালে ভর্তি করার পরই মারা যান।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভারতের মহারাষ্ট্রের পশ্চিম মালাডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গিনেল ফার্নান্ডেজ নামের ওই শিক্ষিকা শুক্রবার দুপুরে সাত তলা থেকে দোতলায় নামার জন্য লিফটে উঠেছিলেন। কিন্তু তার শরীরটি পুরোপুরি লিফটে ঢোকার আগেই সেটি উপর দিকে উঠতে শুরু করে। তার একটি পা লিফটে ঢুকলেও বাকি শরীর বাইরে ছিল। এতে দেয়াল ও লিফটের মধ্যে আটকে যান ওই তরুণী শিক্ষিকা।

এ সময় ওই শিক্ষাকার চিৎকার শুনে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী ও শিক্ষার্থীরা। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তি করার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্র : আনন্দবাজার

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ