ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

গ্রিসেও দাবানল, তিন দশকে ভয়াবহ দাবদাহ

প্রকাশনার সময়: ০৮ আগস্ট ২০২১, ১৯:৪৯

গ্রিসের এভিয়া দ্বীপের হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। কারণ রোববার ষষ্ঠ দিনের মতো দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে দ্বীপটিতে। সমুদ্রপথে অনেককে সরানোর পর বাকিদের নিরাপদে নিতে প্রস্তুত রয়েছে ফেরি।

এতে এখন পর্যন্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় দেড় লাখ একর বনভূমি। নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দুই হাজারেরও বেশি বাসিন্দাকে।

অন্যদিকে দাবানলে এক প্রকার ধ্বংস হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় শহর গ্রিনভিল। আগুনে এরইমধ্যে পুড়ে গেছে প্রায় সাড়ে চার লাখ একর বনভূমি। এছাড়াও নিয়ন্ত্রণে আসেনি ১১দিন ধরে জ্বলতে থাকা তুরস্কের দক্ষিণাঞ্চলের আগুন।

যেখানেই চোখ যায় কেবল ধ্বংসের ছাপ। গেল পাঁচ দিন ধরে জ্বলতে থাকা দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে গ্রিসের রাজধানী এথেন্সের পূর্বাঞ্চলে অবস্থিত দেশটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এভিয়া।

আগুনের পুড়ে ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে গোটা এভিয়ান। কিছু এলাকার আগুন নিভলেও দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া এখনও ছড়িয়ে পড়ছে আশপাশে।

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগুনের হাত থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন স্থানীয়রা। যদিও কর্তৃপক্ষের সহায়তায় এরইমধ্যে ফেরিতে করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে দুই হাজারের বেশি বাসিন্দাকে।

এদিকে তীব্র দাবদাহ বিরাজ করায় দাবানল নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে এক হাজারের বেশি দমকলকর্মীকে। এরইমধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় দেড় লাখ একর বনভূমি। ধ্বংস হয়ে গেছে একাধিক গ্রাম ও অঞ্চল। এছাড়াও আগুন ছড়িয়ে পড়েছে পেলোপোনিজ, আরকাডিয়া এমনকি অলিম্পিয়াতেও।

অন্যদিকে ১১ দিনেও নিয়ন্ত্রণে আসেনি তুরস্কের দক্ষিণাঞ্চলের দাবানল। আগুনে এজিয়ান সাগর তীরবর্তী দুই পর্যটন নগরী মারমারিস এবং বোদ্রাম এক প্রকার ধ্বংস হয়ে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।

পার্শ্ববর্তী দেশগুলো থেকে আনা অত্যাধুনিক সব অগ্নিনির্বাপক বিমান ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালানো হলেও প্রতিনিয়তই নতুন নতুন অঞ্চলে তৈরি হচ্ছে দাবানল। প্রতিকূল আবহাওয়ার কারণেও আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃকক্ষ।

এদিকে গেল কয়েকদিনের ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে অবস্থিত গ্রিনভিল শহর। শনিবার স্যাক্রামেন্টো থেকে প্রায় সাড়ে তিনশ কিলোমিটার দূরে অবস্থিত ক্ষতিগ্রস্ত শহরটি পরিদর্শনে যান ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম।

এসময় ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনে সব ধরণের সহায়তার আশ্বাস দেন তিনি। দাবানলে এরইমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় সাড়ে চার লাখ একর বনভূমি। এ পর্যন্ত ৩৫ শতাংশ এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দমকল বাহিনী।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ