ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বিমানের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ১৪১ প্রাণ

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৬ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৮

উড্ডয়নের আগেই দুর্ঘটনার কবলে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। তবে বিমানে থাকা ১৪১ যাত্রীকে দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ওমানের রাজধানী মাসকটের বিমানবন্দর থেকে কেরালার কোচির উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৯-৪৪২। রানওয়েতে চলার সময় হঠাৎই বিমানের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে।

ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় উড়োজাহাজে চার শিশুসহ ১৪১ জন যাত্রী এবং ছয় জন ক্রু (চালক ও কর্মী) ছিলেন। দ্রুত সবাইকে উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের একটি ইঞ্জিনে ত্রুটি চিহ্নিত করা হয়েছে। একইসাথে ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। আর যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

সূত্র : আনন্দবাজার

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ