ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

১৫৪ স্থানে ছড়িয়েছে গ্রিসের দাবানল

প্রকাশনার সময়: ০৮ আগস্ট ২০২১, ০৫:১৫

এখন পর্যন্ত গ্রিসের ১৫৪ স্থানে দাবানলের খবর পাওয়া গেছে। জানা গেছে, একের পর এক জায়গা গ্রাস করে নিচ্ছে নিয়ন্ত্রণহীন দাবানল। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে দাবানলের সৃষ্টি হয়েছে। এর জেরে ছয়টি এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এরই মধ্যে আগুনে পুড়ে মারা গেছেন দমকল বাহিনীর কর্মীসহ দু'জন। দাবানলে দগ্ধ হয়েছে অন্তত ২০ জন।

অ্যাথেন্সের উত্তর উপকণ্ঠে ভয়াবহ আকারে জ্বলছে দাবানল। দাবানলের ঝুঁকি এড়াতে বাসিন্দাদের দ্রুত ওই এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, অ্যাথেন্সে বাতাসের গতি বাড়ছে। সে কারণে দাবানল নিয়ন্ত্রণে নিয়ে আসতে চরম বেকায়দায় পড়ছেন দমকল বাহিনীর কর্মীরা।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ