ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বাঘের সাথে লড়াই করে সন্তানকে বাঁচালেন মা

প্রকাশনার সময়: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২১

খালি হাতে বাঘের সাথে লড়াই করে নিজের সন্তানকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন এক মা। তবে লড়াইয়ে জয়ী হলেও গুরুতর জখম হতে হয়েছে তাকে।

সম্প্রতি ভারতের মধ্য প্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভের উপকণ্ঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আর্চানা চৌধুরী নামে ওই নারী বর্তমানে তার ১৬ মাস বয়সী শিশুসন্তানসহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত রোববার মধ্য প্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভের কাছে শিশু ছেলেকে নিয়ে মাঠে ছিলেন আর্চানা চৌধুরী। এ সময় হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ তেড়ে এসে শিশুটির মাথায় কামড় বসিয়ে দ্রুত টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সাথে সাথেই আর্চানা খালি হাতেই বাঘকে প্রতিহত করার চেষ্টা করেন। এতে বাঘের থাবায় আর্চানাও রক্তাক্ত হন। তবে ছেলেকে বাঘের মুখে ছেড়ে দিতে চাননি তিনি। বাঘের সাথে রীতিমতো লড়াই চালিয়ে যান। একপর্যায়ে তার আত্মচিৎকারে আশপাশের বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে ছুটে এসে বাঘটিকে তাড়াতে সক্ষম হয়।

ওই ঘটনার পর দ্রুত আর্চানা চৌধুরীকে ছেলেসহ স্থানীয় জবলপুর শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ