ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতে গেল ৪ ট্রাক ইলিশ

প্রকাশনার সময়: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪১

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে ১৬ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।

সোমবার (০৫ সেপ্টেম্বর) রাত ৮টায় বেনাপোল বন্দর দিয়ে চারটি ট্রাকে করে ভারতে এসব ইলিশ পাঠানো হয়েছে। রফতানিকারক প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজ। আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের এস আর ইন্টারন্যাশনাল।

এ তথ্য নিশ্চিত করে বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মাহাবুব বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ৪৯ জন রফতানিকারককে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার রাতে প্রথম চালানে মাহিমা এন্টারপ্রাইজ ১৬ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠাল।

উল্লেখ্য, পরিবেশ দূষণের কারণে পশ্চিমবঙ্গে ইলিশের উৎপাদন কমেছে। ২০২১ সালে পশ্চিমবঙ্গের জেলেরা ৬ হাজার ১৭০ টন ইলিশ আরোহণ করে। এদিকে গত এপ্রিলে ভারত সফর করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পশ্চিমবঙ্গে ইলিশের কদর বিবেচনায় তিনি দুর্গাপূজার সময় ইলিশ রফতানিতে বিশেষ ছাড় দেয়ার বিষয়ে আশ্বাস দেন। সে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজার আগে ইলিশ পাঠাতে অনুরোধ জানান।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ