ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

থাইল্যন্ডে সরকার বিরোধী বিক্ষোভ সংঘর্ষ

প্রকাশনার সময়: ০৭ আগস্ট ২০২১, ২১:৩৪ | আপডেট: ০৭ আগস্ট ২০২১, ২১:৪০

থাইল্যান্ডে জনতা-পুলিশ সংঘর্ষ হয়েছে। থাই পুলিশ শনিবার ব্যাংককে শত শত বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। রাজনৈতিক সংস্কারের দাবিতে এবং দেশের করোনাভাইরাস টিকা কর্মসূচিতে পরিবর্তন আনার দাবিতে রাজপথে নামে বিক্ষোভকারীরা। রয়টার্স।

বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওঁচার সরকারি বাসভবনের দিকে যাচ্ছিল। এর আগেই ব্যাংককের ভিক্টোরি মনুমেন্টের কাছের সড়ক অবস্থান নেয় ১০০ দাঙ্গা পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়েছে।

পুলিশের মুখপাত্র কৃষ্ণা পাত্তানাচারন বলেছেন, ‘ভীড় নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করা হয়েছে। শঙ্খলা রক্ষা করাই আমাদের উদ্দেশ্য।’

তিনি জানান, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পিং পং বোমা, পাথর ও মার্বেল ছুড়েছে। অর্ধশত বিক্ষোভকারীকে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখা গেছে।

ইরাওয়ান ইমার্জেন্সি মেডিকেল সেন্টার জানিয়েছে, অন্তত দুই বেসামরিক নাগরিক ও তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ