মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

মেয়ের চেয়ে ভালো রেজাল্ট করায় স্কুলশিক্ষার্থীকে হত্যা

প্রকাশনার সময়: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৩
ফাইল ছবি

নিজের মেয়ের চেয়ে পরীক্ষায় ভালো ফল করেছিল এক ছাত্র। আর এটি সহ্য করতে না পেরে সেই ছাত্রকে বিষ খাইয়ে হত্যা করেছেন এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে ভারতের পুদুচেরিতে।

জানা গেছে, পুদুচেরির কারাইকাল জেলার একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ত ওই ছাত্র। এ ঘটনায় ওই নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

তদন্তকারী কর্মকর্তারা বলছেন, ওই ছাত্র অভিযুক্ত নারীর মেয়ের চেয়ে পরীক্ষায় ভালো ফল করায় সহ্য করতে পারেননি তিনি। পাশাপাশি স্কুলের অন্যান্য কার্যক্রমেও ওই নারীর মেয়ের চেয়ে এগিয়ে ছিল নিহত ওই ছাত্র।

পুলিশ জানায়, বালা মণিকন্দনের নামের ওই ছাত্র শনিবার স্কুলের অনুষ্ঠানের জন্য রিহার্সালে যায়। সেখানে কোমল পানীয়র সাথে তাকে বিষ মিশিয়ে খাওয়ানো হয়। সে যখন বাড়িতে ফেরে তখন থেকে তার বমি শুরু হয়। পরে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ওই ছাত্র মারা যায়।

এ ঘটনায় বালা মণিকন্দনের বাবা-মা অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা করেছেন।

সূত্র: এনডিটিভি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ