ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কানাডায় অতর্কিত ছুরি হামলা, নিহত ১০

প্রকাশনার সময়: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৮

কানাডায় পৃথক দুটি স্থানে অতর্কিত ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫ জন।

দেশটির ওয়েলডন শহরের কাছে জেমস স্মিথ ক্রি নেশনের কাছে এ হামলা চালায় সন্দেহভাজন দুজন ব্যক্তি। এ ঘটনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার ব্ল্যাকমোর বলেন, স্থানীয় সময় রোববার (০৪ সেপ্টেম্বর) জেমস ক্রি নেশনের দুটি স্থানে ছুরি নিয়ে স্থানীয়দের ওপর হামলা চালানোর খবর মেলে। পৃথক ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুজন ব্যক্তিই এ হামলা চালিয়েছে। এরই মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। ওই দুজন হলেন, ডেমিয়ান (৩০) ও মাইলস স্যান্ডারসন (৩১)। একাধিক ব্যক্তির ওপর হামলার পর তারা একটি কালো রঙের নিসান গাড়িতে করে পালিয়ে যান।

অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ও হাইওয়ে সড়কগুলোতে বসানো হয়েছে একাধিক চেকপয়েন্ট।

জানা গেছে, জেমস স্মিথস ক্রি নেশনের বাসিন্দার সংখ্যা আড়াই হাজার। স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ ব্ল্যাকমোর পুলিশের কাছে প্রথম ফোন আসে যে এক ব্যক্তি তার প্রতিবেশীকে ছুরি দিয়ে কোপাচ্ছেন। এরপরই একের পর এক ফোন আসতে শুরু করে। সবাই ছুরি দিয়ে হামলার অভিযোগই জানান। সাথে সাথে পুলিশ বাহিনী পাঠানো হয় ঘটনাস্থলে।

সূত্র : বিবিসি, আলজাজিরা

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ