ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

পানির নিচে উল্টো হেঁটে তাক লাগালেন নারী

প্রকাশনার সময়: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৪

সম্প্রতি এমনই এক ভিডিও দেখে একদম তাজ্জব হয়ে গেছেন নেটিজেনরা। সুইমিং পুলে ফ্রিস্টাইল, বাটারফ্লাই ইত্যাদি নানা ভঙ্গিমায় সাঁতার কাটতে হরহামেশা দেখা যায়। কিন্তু পানির নিচে উল্টো ভাবে হাঁটার দৃশ্য-এর আগে সম্ভবত কখনো দেখা যায়নি। তাও আবার হাই হিল পরে ‘ক্যাটওয়াক’ এর ভঙ্গিতে। সুইমিং পুলের নিচে এভাবেই ক্যাটওয়াক করেছেন ক্রিস্টিনা মাকুশেঙ্কো। তিনি সিংক্রোনাইজড সুইমিংয়ে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই এই ভিডিও শেয়ার করেছেন ক্রিস্টিনা।

ওই ভিডিওতে দেখা গেছে, সুইমিং পুলের পানির নিচে ক্রিস্টিনা হাইহিল জুতো পরা আছেন। তার পা ছুঁয়ে আছে পানিতে। আর মাথা সুইমিং পুলের মেঝের দিকে। ওই অবস্থাতেই তাকে হাঁটতে দেখা গেছে। কিছুটা হাঁটার পর হঠাৎ ১৮০ ডিগ্রি ঘুরে যান। তারপর মেঝেতে রাখা ব্যাগ কাঁধে ঝুলিয়ে পানির নিচে হিল পরেই হাঁটতে শুরু করেন। কীভাবে এটা সম্ভব হলো- সেই প্রশ্নও তুলেছেন অনেকে। তবে সিঙ্ক্রোনাইজড সুইমিংয়ে অভ্যস্ত হওয়ায় ক্রিস্টিনা সহজেই এই ধরনের স্টান্ট করতে পেরেছেন।

ইনস্টাগ্রামে তার প্রায় লাখের মতো ফলোয়ার রয়েছে। তিনি প্রায়শই তার সাঁতারের ছবি এবং ভিডিও পোস্ট করেন।

সূত্র: এনডিটিভি

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ