ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা, মৃত্যু ১২৬৫ 

প্রকাশনার সময়: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:২৪

ভারী বৃষ্টিপাত ও হিমবাহ গলিত পানিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে পাকিস্তানে। দেশটির কয়েকটি প্রদেশ পানির নিচে। স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রাণহানি পৌঁছেছে প্রায় তের শতাধিক। ব্যাপক পরিসরে আন্তর্জাতিক মানবিক সহায়তার আহবান জানিয়েছে দেশটির সরকার।

ইসলামাদের দেয়া তথ্যমতে, অব্যাহত বন্যায় এখন পর্যন্ত এক হাজার ২৬৫ জন মানুষের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি মার্কিন ডলার।

বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল সংবাদ সম্মেলনে বলেন, ‘ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক। এই সময়ে ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩০ লাখ মানুষের জন্য ব্যাপক পরিসরে মানবিক সহায়তার প্রয়োজন। পাকিস্তানি প্রবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার জন্য আহবান জানাচ্ছি’।

জানা গেছে, বেলুচিস্তান, সিন্ধু প্রদেশের বেশির ভাগ অঞ্চল প্লাবিত। খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের কিছু কিছু অংশ তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গিলগিট-বালতিস্তান অঞ্চলও। টানা বর্ষণে আকস্মিক বন্যায় বহু-ঘর বাড়ি, রাস্তা-ঘাট, বিদ্যুৎসংযোগ ক্ষতিগ্রস্ত।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ