ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

সাগর পাড়ি দিতে গিয়ে নারীসহ ৭ রোহিঙ্গার মৃত্যু

প্রকাশনার সময়: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০১:০৮

পাচারকারীদের মাধ্যমে সাগর পাড়ি দিতে গিয়ে খাবার, পানি সংকট ও প্রচণ্ড রোদে নারীসহ সাতজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সোমবার নিরাপত্তা বাহিনী বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুন থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে পিয়াপন শহরতলীর কাছে একটি নৌকা থেকে চারজন পাচারকারী ও পাচারের শিকার ৬৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তিনজন পুরুষ এবং চারজন মহিলা পরে খারাপ আবহাওয়া এবং খাবার ও পানির অভাবে মারা গেছেন।

গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, আরো ছয় জন রোহিঙ্গা অসুস্থ হয়ে পড়ায় তারা এখনও চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী তাদের ওপর হত্যা, নির্যাতন চালালে প্রায় আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের অনেকেই ছোট ছোট নৌকায় করে ঝুঁকিপূর্ণভাবে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়াসহ কাছাকাছি অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করে থাকেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ