ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভুল করে মৌচাকে কোপ, অতঃপর...

প্রকাশনার সময়: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৫

মৌমাছির আক্রমণের শিকার হয়ে বর্তমানে হাসপাতালের ভেন্টিলেশনে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা অস্টিন বেল্লামি (২০)।

সাম্প্রতি দেশটির ওহায়ো অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে নিজ বাসভবনের লনের একটি লেবু গাছে উঠেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল গাছের একটি ডাল কাটা। কিন্তু যে ডালটি কাটার জন্য তিনি বেছে নিয়েছিলেন, তার কাছেই যে মস্ত এক মৌচাক ছিল সেটি খেয়াল করেনি তিনি। ডাল কাটতে গিয়ে ভুল করে মৌচাকেও কোপ মেরে বসেন তিনি। সাথে সাথে হাজার হাজার বিষাক্ত মৌমাছি আক্রমণ করে তাকে।

অস্টিনের শরীলে ২০ হাজারের বেশি মৌমাছির হুল ফুটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এবং সেগুলো সাধারণ মৌমাছির নয়, সব আফ্রিকান কিলার বি প্রজাতির। এই প্রজাতির মৌমাছির হুলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

রাতেই মৌমাছিদের হাত থেকে তাকে কোনো রকমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে ভেন্টিলেশনে রাখতে হয় অস্টিনকে। তবে এ যাত্রা অস্টিন প্রাণে বেঁচে গিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সময় লাগলেও তিনি ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

সূত্র : আনন্দবাজার

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ