ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বন্যায় বিপর্যস্ত সুদান, শতাধিক মানুষের প্রাণহানি 

প্রকাশনার সময়: ০২ সেপ্টেম্বর ২০২২, ০২:৪০

সুদানে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা। মুষলধারে বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত দেশটিতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে লাখো মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্থ প্রদেশগুলোর মধ্যে ছয়টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় জানিয়েছে, ১৮টি প্রদেশের মধ্যে ১৫টিতে বন্যায় কমপক্ষে দুই লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।

ইতোমধ্যেই গেজিরা প্রদেশকে সরকার দুর্যোগপ্রবণ বলে ঘোষণা দিয়েছে। বর্ষার শুরু থেকেই এখানে কয়েক ডজন গ্রাম তলিয়ে গেছে, শত শত পরিবার গৃহহীন হয়েছে।

বাসিন্দারা জানায়, আমরা ঘুম থেকে উঠেই দেখি ঘরে পানি ঢুকছে এবং আমরা যতোটা পেরেছি বের করেছি। প্রতি ঘণ্টায় আমরা শুনতে পাই একটি বাড়ি পড়ে গেছে, বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে।

সূত্র : আল-জাজিরা

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ