ব্রাজিলে আদিবাসী গোষ্ঠীর শেষ সদস্যের মৃত্যুর ফলে পৃথিবী থেকে হারিয়ে গেল আরও একটি এই গোষ্ঠী। মৃত ওই ব্যক্তির নাম জানা যায়নি। ব্রাজিলে প্রায় ২৪০টি আদিবাসী জনগোষ্ঠী রয়েছে।
সোমবার (৩০ আগস্ট) বার্তা সংস্থা এএফফি জানিয়েছে, গত ২৬ বছর ধরে তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন জীবনযাপন করছিলেন।
গত ২৩ আগস্ট ওই ব্যক্তির খড়ের কুঁড়েঘরের বাইরে ‘ম্যান অব দ্য হোল’ তথা ‘গর্ত মানব’ খ্যাত নাম-পরিচয়হীন ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে সেখানে কোনো সহিংসতার চিহ্ন ছিল না।
ধারণা করা হচ্ছে, স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। বিশ্বের মানুষের কাছে ওই ব্যক্তি ‘গর্ত মানব নামে পরিচিত ছিলেন। নাম না জানা ওই ব্যক্তি গত ২৬ বছর ধরে সম্পূর্ণ একা বাস করছিলেন বনে। বলিভিয়ার সীমান্তবর্তী তানারু এলাকায় বসবাসকারী এক আদিবাসী গোষ্ঠীর শেষ ব্যক্তি ছিলেন তিনি।
তার গোত্রের বেশিরভাগ মানুষই ৭০-এর দশকের গোড়ার দিকে অবৈধ পশুপালকদের হামলায় নিহত হয়েছিলেন বলে ধারণা করা হয়। ১৯৯৫ সালে ওই ব্যক্তির সম্প্রদায়ের ছয়জনকে হত্যা করা হয়। তারপর থেকে তিনিই তার সম্প্রদায়ের একমাত্র জীবিত ব্যক্তি ছিলেন।
১৯৯৬ সাল থেকে ব্রাজিলের ‘ইন্ডিজেনাস অ্যাফেয়ার্স এজেন্সির (ফুনাই) এজেন্টরা তার বেঁচে থাকার খবর পেয়ে তার ওপর চোখ রেখেছিল। রুটিন টহল চলাকালীন ফুনাই এজেন্ট আলতাইর হোসে তার খড়ের কুঁড়েঘরের বাইরে মরদেহ দেখতে পান।
আদিবাসী বিশেষজ্ঞ মার্সেলো ডস সান্তোস স্থানীয় গণমাধ্যমকে জানান, মারা যাচ্ছে বুঝতে পেরেই লোকটি হয়তো তার গায়ে পালক লাগিয়েছিলেন। তিনি আরও জানান, সম্ভবত মরদেহ খুঁজে পাওয়ার ৪০ থেকে ৫০ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মার্সেলো ডস সান্তোস বলেন, যেহেতু বাইরের জগতের কারও সাথে ওই ব্যক্তির যোগাযোগ ছিল না তাই তিনি কোন ভাষায় কথা বলতেন বা কোন সম্প্রদায়ের ছিলেন তা জানা যায়নি।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ