ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাঝ আকাশে ২ পাইলটের মারামারি, অতঃপর...

প্রকাশনার সময়: ২৯ আগস্ট ২০২২, ১২:২৯

আকাশে উড়ছে প্লেন। এমন সময় ককপিটে বসেই মারামারিতে জড়িয়ে যায় এয়ার ফ্রান্সের দুই পাইলট।

গত জুন মাসে জেনেভা থেকে প্যারিসগামী একটি ফ্লাইটে এ ঘটনাটি ঘটনা। এর জেরে তাদের দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফ্রান্সের এয়ার ইনভেস্টিগেশন এজেন্সি বিইএ গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশের পর ঘটনাটি সামনে আসে।

ওই প্রতিবেদনে বলা হয়, প্লেনটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এর পাইলট ও কো-পাইলট। একপর্যায়ে এক পাইলটের গালে অপরজন সপাটে চড় মারেন। তারা একে অপরের জামার কলার ধরে ধস্তাধস্তি শুরু করেন। সেই সময় আকাশে উড়ছে প্লেন।

ককপিটে অস্বাভাবিক আওয়াজ শুনে ভিতরে এসে হতভম্ব হয়ে যান প্লেনটির ক্রু সদস্যরা। ককপিটে ঢুকে দুই পাইলটের মারপিট থামান এক ক্রু। পাইলটরা যাতে আর নিজেদের মধ্যে আবারো ঝগড়া না করেন, তা দেখতে বাকি সময়টা ওই ক্রু ককপিটেই বসেছিলেন।

এ প্রসঙ্গে এয়ার ফ্রান্সের মুখপাত্র বলেছেন, এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয়। তবে পাইলটদের মধ্যে মারামারির ঘটনায় বিমান পরিসেবা বিঘ্নিত হয়নি বলে তার দাবি। দ্রুততার সাথেই তাদের ঝগড়া থামানো হয় বলে জানান তিনি। ফলে যাত্রী সুরক্ষায় ব্যাঘাত ঘটেনি।

সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ