ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

যে কারণে কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা আজাদ

প্রকাশনার সময়: ২৭ আগস্ট ২০২২, ০৪:২৬

ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সাথে প্রায় ৫০ বছরের সম্পর্ক ছিন্ন করলেন দলটির প্রবীণ রাজনীতিবিদ গোলাম নবি আজাদ।

শুক্রবার (২৬ আগস্ট) কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে ক্ষোভ প্রকাশ করে প্রবীণ এই রাজনীতিবিদ লেখেন, ‘আপনি জানেন আপনাদের পরিবারের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রয়াত ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী থেকে শুরু করে আপনার স্বামীর সাথেও আমার সুসম্পর্ক ছিল। আপনার প্রতিও আমি শ্রদ্ধাশীল। আমি এবং আমার আরো কিছু সহকর্মী এবার নিষ্ঠার সাথে আদর্শ মেনে চলব। এই আদর্শই আমি গোটা জীবন ধরে মেনে এসেছি। কিন্তু এই মুহূর্তে দলের পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে ফিরে আসার কোনো জায়গা নেই আর।’

বিগত তিন বছরে দলটির অনেক নেতা চলে যাওয়ার পর দলটি যখন অস্তিত্ব সংকটের ‍মুখোমুখি তখন কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য তৎপরতা চালাচ্ছে, সেসময়ই আকস্মিক বের হয়ে গেলেন আজাদ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ