ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাওয়াহিরিকে নিয়ে নতুন তথ্য দিল তালেবান

প্রকাশনার সময়: ২৬ আগস্ট ২০২২, ০৫:১৯

মার্কিন যুক্তরাষ্ট্র আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরিকে একটি ড্রোন হামলার মাধ্যমে হত্যা করেছে বলে সম্প্রতি দাবি করছে। তবে জাওয়াহিরি লাশ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) তালেবান মুখপাত্র আরো জানান, এখনও জাওয়াহিরির লাশ সন্ধানে তদন্ত চলছে।

এর আগে, গত ৩১ জুলাই কাবুলের স্থানীয় সময় সকাল ৬টা ১৮ মিনিটে একটি ড্রোন থেকে তথাকথিত ‘হেলফায়ার বা নরকের গোলা’ ক্ষেপণাস্ত্র ছুড়ে আয়মান আল-জাওয়াহিরিকে হত্যার দাবি করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

জাওয়াহিরিকে হত্যার খবর নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জাওয়াহিরির বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যা ও সহিংসতার প্রমাণ রয়েছে।

সূত্র : এনডিটিভি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ