ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের বক্তব্য নিয়ে যা বলল ভারত

প্রকাশনার সময়: ২৬ আগস্ট ২০২২, ০৩:৩৪

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ‘‌শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি’ এমন বক্তব্যের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচির কাছে ড. মোমেনের সাম্প্রতিক বক্তব্য নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

জবাবে অরিন্দম বলেন, এ সংক্রান্ত মিডিয়া রিপোর্ট তিনি দেখেছেন। মন্ত্রী (মোমেন) ঠিক কী বলেছেন, তা নিয়ে বিতর্ক রয়েছে। বাংলাদেশ সরকার বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ড. মোমেন বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা অনুরোধ করেছি।’ তার এ বক্তব্যের বিষয়ে এর আগে ভারত কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে, তারা মন্তব্য করতে রাজি হননি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ