ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

সেনা সংখ্যা বাড়াচ্ছেন পুতিন

প্রকাশনার সময়: ২৬ আগস্ট ২০২২, ০০:১০ | আপডেট: ২৬ আগস্ট ২০২২, ০০:১৪

রাশিয়া নিজেদের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়াতে যাচ্ছে। এর ফলে ১৯ লাখ থেকে বেড়ে সেনাবাহিনীর সদস্য সংখ্যা হবে ২০ লাখ ৪০ হাজার।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ নিয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পশ্চিমা সামরিক কর্মকর্তাদের দাবি, ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে ৭০ থেকে ৮০ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। গত বুধবার এ হামলার ছয় মাস পূর্ণ হয়েছে।

নতুন ডিক্রি অনুসারে, সেনাবাহিনীতে ১ লাখ ৩৭ হাজার নতুন সদস্য নেয়া হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন সদস্য সংগ্রহ শুরু হবে। সেই সাথে সেনাবাহিনীতে নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিদের বড় অঙ্কের নগদ অর্থ প্রদানের প্রস্তাব দেয়া হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে পুতিন রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা নির্ধারণ করেছিলেন। ওই সময় লড়াইয়ের সেনা ছিল ১০ লাখ ১০ হাজার। আর মোট সদস্য সংখ্যা ছিল ১৯ লাখ।

সূত্র: রয়টার্স

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ