সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুন জানিয়েছেন, দেশটিতে সমকামী যৌনতা বৈধ হতে যাচ্ছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (২১ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দিয়েছেন লি সিয়েন লুন।
সমকামিতার ওপর নিষেধাজ্ঞামূলক আইন প্রত্যাহার করার বিষয়ে তিনি বলেন, আইনটিকে বাতিল করাই সঠিক মনে করছি আমরা। আমাদের বিশ্বাস, বেশির ভাগ সিঙ্গাপুরবাসী এ সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সামাজিক রীতিনীতির সঙ্গে সংগতি রেখে পুরুষের সঙ্গে পুরুষের যৌনতা নিষিদ্ধকারী আইন ৩৭৭-এ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সমকামী ব্যক্তিদের এখন সমাজে খুব ভালোভাবেই গ্রহণ করা হয়। আমরা আশা করি, এই আইন বাতিল করার সিদ্ধান্ত এলজিবিটি কর্মীদের স্বস্তি দেবে।
সাম্প্রতিক বছরগুলোতে রক্ষণশীল মূল্যবোধের জন্য পরিচিত সিঙ্গাপুরের বিপুলসংখ্যক মানুষ সমকামিতাকে নিষিদ্ধ করা ঔপনিবেশিক যুগের ৩৭৭-এ আইনটি বাতিলের আহ্বান জানাচ্ছিলেন।
ভারত, তাইওয়ান ও থাইল্যান্ডের পরে এশিয়াতে সর্বশেষ দেশ হিসেবে সমকামিতাকে বৈধতা দিতে যাচ্ছে সিঙ্গাপুর।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ