ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বের ৮০ দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স 

প্রকাশনার সময়: ২১ আগস্ট ২০২২, ০৫:২৮
ফাইল ছবি

বিশ্বের ৮০টিরও বেশি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স। এতে আক্রান্ত ৪০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। রোগটিতে এ পর্যন্ত বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। রয়টার্স সূত্রে এ তথ্য জানা যায়।

বিশ্ব জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এই মাঙ্কিপক্সকে।

শনিবার (২০ আগস্ট) প্রথম সংক্রমণ শনাক্ত করার কথা নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া।

দেশটিতে মাঙ্কিপক্স আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত জুলাইয়ে রোগটিকে বিশ্বের জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওই মাসেই ইন্দোনেশিয়ার প্রতিবেশী সিঙ্গাপুরে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল। ৫ আগস্ট পর্যন্ত দেশটিতে এ রোগের ১৫ জন রোগী শনাক্ত হয়। দক্ষিণপূর্ব এশিয়ার ফিলিপিন্স ও থাইল্যান্ডেও মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ