ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

পুরুষদের তুলনায় নারীদের যৌনসঙ্গী বেশি ভারতে

প্রকাশনার সময়: ২০ আগস্ট ২০২২, ০৬:২৭

ভারতের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের চেয়ে নারীদের যৌনসঙ্গী বেশি। তবে বৈবাহিক সম্পর্ক নেই কিন্তু যৌন সম্পর্ক রয়েছে এমন ক্ষেত্রে এগিয়ে পুরুষেরাই।

দেশটির ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এনএফএইচএস পরিচালিত এক জরিপ থেকে এই তথ্য জানা গেছে।

সংস্থাটি ভারতের এক লাখ ১০ হাজার নারী ও এক লাখ পুরুষের ওপর এই জরিপ পরিচালনা করে। আর এই জরিপ থেকেই দেখা যায়, ওই সব এলাকায় পুরুষদের চেয়ে নারীদের যৌনসঙ্গী বেশি।

ওই ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হলো-রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু–কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, আসাম, কেরালা, লাক্ষাদ্বীপ, পদুচেরি এবং তামিলনাড়ু। এসব এলাকা এবং রাজ্যের মধ্যে রাজস্থানের নারীরাই সবচেয়ে বেশি হারে যৌনসঙ্গী রাখেন। রাজ্যটির একজন নারী গড়ে ৩ দশমিক ১ জন পুরুষ যৌনসঙ্গী রাখেন। বিপরীতে রাজ্যটির একজন পুরুষ যৌনসঙ্গী ১ দশমিক ৮ জন।

এদিকে, বৈবাহিক সম্পর্ক নেই কিন্তু যৌন সম্পর্ক রয়েছে এমন ক্ষেত্রে পুরুষের সংখ্যাই বেশি। জরিপ পরিচালনার আগে বিগত ১২ মাসে বিয়ে ছাড়া একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন এমন পুরুষের সংখ্যা শতকরা ৪ জন। নারীদের বেলায় এই সংখ্যা মাত্র দশমিক ৫ শতাংশ।

সূত্র : এনডিটিভি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ