মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

খুনিকে ধরতে গণকের স্মরণাপন্ন, পুলিশ কর্মকর্তা বহিষ্কার 

প্রকাশনার সময়: ২০ আগস্ট ২০২২, ০৩:২৭

কিশোরী হত্যার ঘটনা তদন্তের কূলকিনারা করতে না গণকের স্মরণাপন্ন হয়েছেন পুলিশের একে কর্মকর্তা। পরে সেই গণকের পরামর্শে কিশোরীর চাচাকে গ্রেফতার করা হয়। এদিকে উক্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেই পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছতরপুরে।

গত ২৮ জুলাই ছতরপুরের ওটাপূর্বা গ্রামে কুয়োর ভেতর থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। পরে কিশোরীর পরিবার থানায় মামলা করেন। মামলার পরে তিনজনকে আটক করে পুলিশ। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেয়া হয়।

এদিকে মামলাটির তদন্তে নেমে কোনো সূত্র খুঁজে পাচ্ছিলেন না সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শম অনিল শর্মা। ফলে রহস্যের সমাধান করতে তিনি পন্ডোখর নামে এক গণকের স্মরণাপন্ন হন। সন্দেহভাজন নামের তালিকা দিয়ে সেই গণকের কাছে আসল খুনির পরিচয় জানতে চান।

তখন সেই গণক পুলিশ কর্মকর্তাকে বলেন, ‘তোমার চিরকুট আমাকে দেখাতে হবে না। আমার কাছে যে নামগুলো রয়েছে, তাদের মধ্যে যার নাম বলব না, সে-ই এই রহস্যের সমাধানের সূত্র। তাকে ধরলেই খুনিকে ধরতে পারবেন।’

এর পরই কিশোরীর চাচা তিরথ আহিড়বারকে গ্রেফতার করেন শর্মা। পরে কিশোরীর চাচার পরিবার অভিযোগ করেন, গণকের পরামর্শে তিরথকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনা জানাজানি হলে শর্মাকে বহিষ্কার করা হয়।

সূত্র : আনন্দবাজার

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ