ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

রাশিয়া থেকে তেল কিনবে মিয়ানমার

প্রকাশনার সময়: ১৯ আগস্ট ২০২২, ০৫:১৭ | আপডেট: ১৯ আগস্ট ২০২২, ০৫:৫২

পশ্চিমা বিশ্বের চাপ থাকা সত্ত্বেও রাশিয়া থেকে গ্যাসোলিন ও জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করেছে মিয়ানমারের জান্তা সরকার।

গত বুধবার (১৭ আগস্ট) দেশটির জান্তা সরকারের মুখপাত্র জো মিন তুন এ তথ্য নিশ্চিত করেছেন। জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ এবং ক্রমবর্ধমান দাম মোকাবেলায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

মিয়ানমারের এই ঘোষণার মধ্য দিয়ে রাশিয়ার তেল–গ্যাস রফতানির ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেই আরেকটি উন্নয়নশীল দেশ রাশিয়া থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিল।

জাও মিন তুন বলেন, আমরা রাশিয়া থেকে পেট্রল আমদানির অনুমতি পেয়েছি। রাশিয়ার জ্বালানির মান ও সাশ্রয়ী মূল্যের কারণেই দেশটি থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে তিনি। আগামী সেপ্টেম্বর থেকে মিয়ানমারে রাশিয়ার জ্বালানি তেল পৌঁছানো শুরু করবে।

পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে মিয়ানমার।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ