ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

তরুণ-তরুণীদের মদে আসক্ত করতে চায় জাপান

প্রকাশনার সময়: ১৯ আগস্ট ২০২২, ০৩:৩৩

মাদক থেকে আয় কমে যাওয়ায় তরুণ প্রজন্মকে মদপানে উৎসাহ দিচ্ছে জাপান।

দেশটির তরুণ প্রজন্ম তাদের বাবা-মায়ের তুলনায় অনেক কম মদ পান করে। ফলে আয় কমে যাওয়ায় এই উদ্যোগ নিয়েছে দেশটির ন্যাশনাল ট্যাক্স এজেন্সি।

জানা গেছে, ১৯৯৫ সালে একজন জাপানি যেখানে বছরে গড়ে ১০০ লিটার মদ পান করতেন, সেখানে ২০২০ সালে এসে তা কমে হয়েছে ৭৫ লিটার।

দেশটির গণমাধ্যমগুলো বলছে, ১৯৮০ সালে মোট সংগৃহীত ট্যাক্সের ৫ শতাংশ ছিল এই শিল্প থেকে। আর ২০২০ সালে এই খাতের ট্যাক্স সংগ্রহ মাত্র ১.৭ শতাংশ।

ফলে সেকের (রাইস ওয়াইন) মতো মদ থেকে যে পরিমাণ ট্যাক্স সংগ্রহ করত তা অনেক কমে গেছে।

‘সেক ভিভা’ প্রচারাভিযানে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে ২০ থেকে ৩৯ বছর বয়সী জাপানিদের মদ সংক্রান্ত ব্যবসায়িক ধারণাগুলো তাদের সমবয়সীদের মধ্যে শেয়ার করতে হবে। বিশেষ করে জাপানিজ সেক, শোচু, হুইস্কি, বিয়ার ও ওয়াইন সম্পর্কে।

এমন পরিস্থিতে মদে অনীহা দেখানো তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে ‘সেক ভিভা’ নামে প্রচারাভিযান শুরু করেছে দেশটির ট্যাক্স বিভাগ। কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন এই প্রচারাভিযানে তরুণসমাজ মদের প্রতি আগ্রহী হবে।

সূত্র : বিবিসি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ