ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

মা-ছেলে একই সাথে একই স্কুলের শিক্ষার্থী

প্রকাশনার সময়: ১৯ আগস্ট ২০২২, ০২:২৬

১৫ বছর বয়সে পালিয়ে বিয়ে করলে স্কুলের পাঠ শেষ হয়ে যায় পার্বতীর। বছর ঘুরতেই কোলে সন্তান আসায় তা আর হয়েও ওঠেনি। তবে সন্তানকে স্কুলে দেয়ার পর নতুন করে সাধ জাগে লেখা-পড়ার।

বর্তমানে সপ্তম শ্রেণিতে পড়ছেন ২৭ বছর বয়সী এই মা। ১১ বছরের ছেলে পড়ছে ষষ্ঠ শ্রেণিতে। নেপালের দক্ষিণ-পশ্চিমে কাঞ্চনপুর জেলার পুনর্বাস গ্রামের জিভান জ্যোতি সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী তারা।

পার্বতী বলেন, আমি শিখতে ভালোবাসি ও ক্লাসে সন্তানের মতো সহপাঠীদের পেয়ে আমি গর্বিত।

স্কুলের যে পাঠ তিনি ছেড়েছিলেন নতুন করে তা চালিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করে পার্বতী বলেন, আমি মনে করি, স্কুল ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি।

প্রায় তিন কোটি মানুষের দেশ নেপালে মাত্র ৫৭ শতাংশ নারীর সাক্ষর জ্ঞান রয়েছে। পার্বতী সুনার অবশ্য সংসার পরিচালনার হিসাব রাখার মতো ‘পর্যাপ্ত শিক্ষিত’ হয়ে উঠতে চান।

ছেলে রেশাম জানায়, মায়ের সাথে স্কুলে যেতেই তার ভালো লাগে। তারা একসাথে দুপুরের খাবার খান। পাশেই একটি ইনস্টিটিউটে কম্পিউটারে ক্লাসে যেতে সে মায়ের সাইকেলের পেছনেই চড়ে বসে।

রেশাম আরো জানান, স্কুলে যাওয়ার পথে আমরা গল্প করি, আমাদের আলাপের মাধ্যমেও আমরা শিখি। মায়ের আশা, আমি ডাক্তার হয়ে উঠতে পারব।

স্কুলের অধ্যক্ষ ভারত বাসনেত জানান, শিক্ষার্থী হিসেবে পার্বতী গড়পড়তার চেয়ে খানিকটা পিছিয়ে থাকলেও শিখতে খুবই উৎসাহী।

সূত্র : রয়টার্স

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ