ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কাবুলে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১

প্রকাশনার সময়: ১৮ আগস্ট ২০২২, ০৫:২১ | আপডেট: ১৮ আগস্ট ২০২২, ০৬:৩৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বুধবার (১৭ আগস্ট) রাতে এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন মুসল্লি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও আছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে আশেপাশে বাড়ির জানলা কেঁপে ওঠে। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এক তালেবান নেতা জানিয়েছেন, কাবুলের খাইরখানা এলাকায় মসজিদে নামাজের সময় এই বিস্ফোরণ হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে, এখন পর্যন্ত এর দায় কেউ স্বীকার করেনি।

সূত্র: রয়টার্স

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ