ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কাবুলে মসজিদে হামলা: বহু মানুষ হতাহতের আশঙ্কা

প্রকাশনার সময়: ১৮ আগস্ট ২০২২, ০১:২২ | আপডেট: ১৮ আগস্ট ২০২২, ০৫:২০
ছবি: বিবিসি

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সন্ধ্যার নামাজের সময় বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

কাবুলে তালেবান পুলিশের মুখপাত্র খালিদ জাদরানের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, নগরীর ১৭তম ডিস্ট্রিক্টে বিস্ফোরণ ঘটেছে। মসজিদের ইমাম নিহত হয়েছেন বলে জানানো হয়েছে খবরে।

জাদরান জানান, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। কাবুলের একটি হাসপাতাল এক টুইটে বিস্ফোরণের পর ২৭ জনকে সেখানে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে। তাদের মধ্যে ৫ শিশুও আছে। তালেবান এক গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ৩৫ জন মানুষ আহত কিংবা নিহত হয়ে থাকতে পারেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।

গত সপ্তাহে এই কাবুলেই আত্মঘাতী বোমা হামলায় তালেবানপন্থি এক ধর্মীয় গুরু নিহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ