ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ফ্ল্যাট পাচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা 

প্রকাশনার সময়: ১৭ আগস্ট ২০২২, ১৪:৪০

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট দেয়ার ঘোষণা দিয়েছে ভারত।

বুধবার (১৭ আগস্ট) দেশটির কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর দিল্লিতে অবস্থানরত রোহিঙ্গারা এই সুবিধা পাবে। একইসাথে রোহিঙ্গা শরণার্থীদের পুলিশি নিরাপত্তা দেয়া হবে বলেও জানিয়েছে দেশটি।

হরদীপ সিং পুরি বলেছেন, দিল্লিতে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেয়ার পাশাপাশি পুলিশি নিরাপত্তা দেয়া হবে।

টুইট বার্তায় আবাসন ও নগর বিষয়ক এই মন্ত্রী বলেন, আশ্রয় চাওয়া মানুষদের ভারত সর্বদাই স্বাগত জানিয়েছে। এছাড়া নয়াদিল্লিতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন বিধানের রূপরেখাও দিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, ১৯৫১ সালের জাতিসংঘের শরণার্থী কনভেনশনকে সম্মান করে ভারত। জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকলকে আশ্রয় দিই আমরা।

এদিকে রাজধানী নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে কমপক্ষে ৪০ হাজার নথিবিহীন রোহিঙ্গা রয়েছে। হায়দরাবাদ, জম্মু ও নুহসহ দেশটির বিভিন্ন শহরের শরণার্থী শিবিরে এই রোহিঙ্গারা অত্যন্ত মানবেতর পরিবেশে জীবন-যাপন করছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা অবশ্য অল্প কিছু রোহিঙ্গাকে শরণার্থী কার্ড দিয়েছে।

সূত্র: এনডিটিভি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ