ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতে লিটারে ২ টাকা বাড়ছে দুধের দাম

প্রকাশনার সময়: ১৭ আগস্ট ২০২২, ০৮:৫২

নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়ার মধ্যে ভারতের প্রায় সব অঞ্চলেই বাড়ছে প্যাকেটজাত গরুর দুধের দাম।

বুধবার (১৭ আগস্ট) থেকে বাজারে বাড়ছে মাদার ডেয়ারি ও আমূলের দুধের দাম।

এক বিবৃতিতে আমূল জানিয়েছে, লিটার প্রতি ২টাকা করে বেশি দামে বিক্রি হবে আমূলের তিন ধরনের দুধ। গুজরাট, দিল্লি, কলকাতা, মুম্বাইসহ দেশের প্রায় সব অঞ্চলেই বাড়ছে দুধের দাম। নতুন মূল্য অনুযায়ী আমূল গোল্ডের ৫০০ মিলির প্যাকেটের দাম বেড়ে হচ্ছে ৩১ টাকা। আমূল তাজার ৫০০ মিলির প্যাকেটের দাম বেড়ে হচ্ছে ২৫ টাকা, আমূল শক্তির ৫০০ মিলির প্যাকেটের দাম হবে ২৮ টাকা।

মাদার ডেয়ারির ক্রিম-দুধের দাম বেড়ে দাঁড়াচ্ছে ৬১ টাকা, যা আগে ছিল ৫৯ টাকা। টোনড দুধের দামে রেকর্ড সবচেয়ে বেশি। দাম বেড়ে ৪৫ টাকা থেকে হচ্ছে ৫১ টাকা।

মূলত গবাদি পশুর খাবারের দাম বেড়ে যাওয়া এবং প্রক্রিয়াকরণের সামগ্রিক খরচ বেড়ে যাওয়াই এই মূল্যবৃদ্ধির কারণ বলে জানিয়েছে সংস্থাগুলো। এই মূল্যবৃদ্ধিতে শিশুখাদ্য থেকে মিষ্টির দোকান, প্রভাব পড়তে পারে বিভিন্ন ক্ষেত্রে।

সূত্র : আনন্দবাজার

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ