ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

পাঞ্জাবে বাস ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ২০ 

প্রকাশনার সময়: ১৬ আগস্ট ২০২২, ১৩:২০

পাকিস্তানে তেলের ট্যাঙ্কারের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন বাসযাত্রী।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে দেশটির পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর মোটরওয়েতে এ ঘটনা ঘটে।

মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াট্টু এক বিবৃতিতে হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাহোর থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি মুলতান-সুক্কুর মোটরওয়ের জালালপুর পিয়ারওয়ালা ইন্টারচেঞ্জে পেছন দিক থেকে তেলের ট্যাঙ্কারকে ধাক্কা দেয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, তেলের ট্যাঙ্কারকে পেছন থেকে ধাক্কা দেয়ার পরই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই ২০ জন মারা যায়।

এদিকে, মোটরওয়ে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, দুর্ঘটনাকবলিত তেলের ট্যাঙ্কারটি কয়েক হাজার লিটার পেট্রোল বহন করছিল। তিনি আরো জানান, বাস চালক ঘুমিয়ে পড়ার কারণে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে।

মুলতানের নিশতার হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. আমজাদ চান্দি বলেন, আহতদের মধ্যে চারজনকে প্রাথমিকভাবে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে ও হাসপাতালের মর্গে ২০টি মরদেহ রাখার ব্যবস্থা করা হচ্ছে।

সূত্র : দ্য ডন, ডন নিউজ টিভি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ