ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

এবার নাচলেন মমতা ব্যানার্জী!

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২২, ১৬:৫২

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নাচ! আদিবাসী সংস্কৃতিকে সম্মান জানাতেই মঞ্চ থেকে নেমে এসে নৃত্যশিল্পীদের সঙ্গে যোগ দেন তিনি।

স্বাধীনতা দিবসের নৃত্য পরিবেশন এবং ট্যাবলো প্রদর্শনী অনুষ্ঠানে আদিবাসী নৃত্য পরিবেশনের সময় নৃত্যশিল্পীদের হাত ধরে তাল মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল থেকেই জমজমাট রেড রোড চত্বর। সেখানে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। আকাশ থেকে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হয়। মুখ্যমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ সম্মানেও সম্মানিত করা হয়।

আদিবাসী নৃত্য শিল্পীদের সঙ্গে নৃত্য পরিবেশন এবং ট্যাবলো প্রদর্শনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি যোগ দেন মন্ত্রী বিরবাহা হাঁসদাও।

এসময় গানের প্রতিটি ছন্দে আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে নৃত্য পরিবেশন করে মুখ্যমন্ত্রী আবার মঞ্চে ফিরে যান।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ