ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

‘সালমান রুশদি বেঁচে আছেন, ঘাড়ে একাধিক ছুরিকাঘাত’ 

প্রকাশনার সময়: ১৩ আগস্ট ২০২২, ০৩:০৪

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরিকাঘাতের শিকার হয়েছেন বিখ্যাত ঔপন্যাসিক সালমান রুশদি।

শুক্রবার (১২ আগস্ট) নিউইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শতকা ইনস্টিটিউশনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় রুশদির ওপর হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মাত্র ২০ সেকেন্ডের মধ্যে ১০-১৫ বার কোপানো হয়েছে রুশদিকে।

এ ঘটনার প্রায় ঘণ্টাখানেক পর এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, সালমান রুশদি বেঁচে আছেন। তাকে হেলিকপ্টারে করে পেনসিলভানিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রুশদির ঘাড়ে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় আটক সন্দেহভাজনকে পুলিশ আটক করেছে।

অন্যদিকে এক বিবৃতিতে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, হামলায় রুশদির ঘাড়ে ছুরিকাঘাতের ক্ষত হয়েছে। হেলিকপ্টারে করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পরিচয় হওয়ার ছদ্মবেশে একজন ব্যক্তি চৌতাকুয়া ইনস্টিটিউশনের মঞ্চে ওঠে সালমান রুশদির ঘাড়ে একাধিকবার ছুরিকাঘাত করেন। এসময় ৭৫ বছর বয়সী রুশদিকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন তিনি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ