ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশে ডিমের হালি ৫০, কলকাতায় ২৬ টাকা

প্রকাশনার সময়: ১৩ আগস্ট ২০২২, ০১:০৬

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে অস্থির নিত্যপণ্যের বাজার। ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে সব ধরনের ভোগ্যপণ্য। এর পরিপ্রেক্ষিতে বেড়েছে ডিমের দামও। শুক্রবার (১২ আগস্ট) প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা। যা গত সপ্তাহে ছিল ৩৮ থেকে ৪০ টাকা।

এদিকে বাংলাদেশের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের কলকাতায় প্রতি হালি মুরগির ডিম ২২ রুপি করে বিক্রি হচ্ছে। যা বাংলাদেশী টাকায় প্রায় ২৬-২৭ টাকা।

শুক্রবার কলকাতার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চন্দ্রমুখী আলু ৪০ রুপি, জ্যোতি আলু ২৭ রুপি, পিয়াজ ২০ রুপি, রসুন ৮০ রুপি, বেগুন ৪০ রুপি, পটোল ২২ রুপি, ক্যাপসিকাম ১৮০ রুপি, কাঁচালঙ্কা ৮০ রুপি, আদা ৮০ রুপি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ২৫ রুপি, ফুলকপি ৪০ রুপি, মুরগির ডিম ৫.৫০ রুপি, হাঁসের ডিম ১২ রুপি দরে বিক্রি হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যে ব্যাপক পরিবর্তন আসায় ডলার ছাড়া প্রায় সব মুদ্রার দরপতন হয়েছে। ভারতে আগে যেখানে ৭২ রুপিতে এক ডলার পাওয়া যেত, এখন তা কিনতে হচ্ছে ৮১ রুপিতে। একইভাবে রুপির বিপরীতে কমেছে বাংলাদেশী টাকার মানও। তবে বাংলাদেশে যে হারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে কলকাতায় সেই হারে দাম বাড়েনি।

এদিকে বাংলাদেশে পণ্যের অতিরিক্ত দাম বাড়ার পেছনে অসাধু ব্যবসায়ীদেরও কারসাজি রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মূল্যস্ফীতির সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করছেন সিন্ডিকেট ব্যবসায়ীরা। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে দেশে কোনো পণ্যের সঙ্কট নেই।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ