ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গাজায় ইসরায়েলি আগ্রাসন, প্রাণহানি বেড়ে ৪৭ 

প্রকাশনার সময়: ১২ আগস্ট ২০২২, ০৬:৩৭

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনবরত আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। ইসরাইলি হামলায় গাজায় ৪৭ জন মারা গেছেন এদের মধ্যে নারীসহ ১৬ জন শিশু রয়েছে।

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এই হতাহত বলে দাবি করা হয়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) হতাহতের এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহত ৪৭ জনের মধ্যে ১৬ জন শিশু ও চারজন নারীও রয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, ফিলিস্তিনি ইসলামিক জিহাদি গোষ্ঠী তিন দিনে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এক হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করেছে।

তারা জানায়, ফিলিস্তিনে তাদের হামলায় ৩০ জন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে দুজন জিহাদি নেতা ও বেশ কয়েকজন জিহাদি বলেও তারা দাবি করে।

ইসরায়েলি আরো দাবি করে, ফিলিস্তিনি জিহাদিরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত হয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ