ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

অর্থ সংকটে সিংহ নিলামে তুলছে পাকিস্তান 

প্রকাশনার সময়: ১০ আগস্ট ২০২২, ০৮:০৭ | আপডেট: ১০ আগস্ট ২০২২, ০৮:০৮

পাকিস্তানের একটি চিড়িয়াখানার তহবিলে টান পড়ায় নিলামে ডজনখানেক সিংহ বিক্রি করে দেয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির সবচেয়ে জনবহুল ও অগ্রসর প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরের চিড়িয়াখানা ‘লাহোর সাফারি জু’ এ উদ্যোগ নিয়েছে।

এ প্রসঙ্গে চিড়িয়াখানার উপ-পরিচালক তানভির আহমেদ জানজুয়া ডনকে বলেন, আমাদের সংগ্রহে বর্তমানে ২৯টি সিংহ রয়েছে। তারমধ্যে ১২টিকে আমরা নিলামে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১১ আগস্ট চিড়িয়াখানা চত্বরে এই নিলামের আয়োজন করা হবে।

সিংহ বিক্রির কারণ হিসেবে তিনি বলেন, বাজারে প্রতিদিনই মাংসের দাম বাড়ছে।এদের প্রতিদিনের খাদ্য যোগান দেয়ার মত বাজেট বর্তমানে আমাদের নেই।

পাকিস্তানের একটি টিভি চ্যানেল জানিয়েছে, লাহোরের ‘সাফারি জু’ তাদের কাছে থাকা অন্তত ১২টি আফ্রিকান সিংহ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। বেশ কয়েক দিন ধরে তহবিলে টান পড়েছে চিড়িয়াখানাটির। সেই অভাব মেটাতে ১২টি সিংহের (তিনটি সিংহীও আছে তার মধ্যে) এক একটিকে দেড় লাখ টাকা করে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেয় তারা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ