ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তুরস্কে এবার তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন!

প্রকাশনার সময়: ০৫ আগস্ট ২০২১, ০৬:১১ | আপডেট: ০৫ আগস্ট ২০২১, ০৬:২৮

তুরস্কে দাবানলের আগুনে এবার পুড়ছে কেমেরকোই (KemerKöy) তাপবিদ্যুৎ কেন্দ্র। তুরস্কের সময় বুধবার রাত আনুমানিক ৯ টার সময় দাবানলের আগুন এসে এই কেন্দ্রের কাঁটাতারের বেড়ায় লাগে। বিদ্যুৎ কেন্দ্রের মধ্য থেকে সব দাহ্য পদার্থ সরিয়ে নেয়া হয়েছে।

দক্ষিণ-পশ্চিম তুরস্কের শহর মিলাসের মেয়র টুইট করে বলেছেন, তাপবিদ্যুৎ কেন্দ্রকে চারপাশ দিয়ে আগুন ঘিরে ধরেছে। আগুন একেবারে তাপবিদ্যুৎ কেন্দ্রের দোরগোড়ায় এসে গেছে। আনাতলিয়ার অবস্থাও খুব খারাপ।

তুরস্কের বোদরুম-মিলাস এলাকায় এখন যে আগুন জ্বলছে তা ওই এলাকায় বড় একটা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি।

দাবানলে পুড়ে যাচ্ছে পুরো বন। ধ্বংস হচ্ছে ঘরবাড়ি। হাজার হাজার মানুষ পালাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। বনের আগুনকে বাগে আনা যাচ্ছে না।

তুরস্কের ৩০টি অঞ্চলে ১৩৭টি দাবানলের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে অনেকগুলি নেভানো সম্ভব হলেও ১১টি বড় আগুন এখনো জ্বলছে।

ইস্তানবুলে বিদ্যুতের সংকট তীব্র। প্রায়ই সেখানে বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড গরম বলে খুব বেশি এসি চলছে। জলাধারগুলি শুকিয়ে গেছে। দাবানল জ্বলছে। অবস্থা ভয়াবহ।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ