ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতের আকাশসীমা লঙ্ঘন, লাদাখে বৈঠক

প্রকাশনার সময়: ০৬ আগস্ট ২০২২, ০৬:২২

একের পর এক ভারতের আকাশসীমা লঙ্ঘন করছে চীন। এ নিয়ে সরব হয়েছে দিল্লি। লাদাখ সীমান্তে আকাশসীমা লঙ্ঘন নিয়ে বৈঠক করলেন ভারত-চীন সামরিক পর্যায়ের কর্মকর্তারা।

মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয় পূর্ব লাদাখের চুশুল-মোন্ডো সীমান্ত এলাকায়।

জানা গেছে, মঙ্গলবার লাদাখে সেনা পর্যায়ের বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত পূর্বের চুক্তি ও প্রোটোকল মেনে চলা নিশ্চিত করার দাবি তোলা হয় ভারতের পক্ষ থেকে। ওই চুক্তি অনুযায়ী, সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে দু’দেশের আকাশযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

বছর পাঁচেক আগে কাজাখস্তানের অস্তানায় সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশন (এসসিও)-এর পার্শ্ববৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোতি। ওই সময় উত্তরাখণ্ডের চামোলিতে চীনা সেনার হেলিকপ্টারের ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গেল বছর পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চীনা অনুপ্রবেশ ও গালওয়ানের রক্তাক্ত সংঘাতের পরে সেই প্রবণতা আরো বেড়েছে। হেলিকপ্টারের পাশাপাশি নজরে এসেছে চীনা ড্রোন এমনকি, বিমানের অনুপ্রবেশের ঘটনা। তা নিয়ে উত্তাপ ছড়িয়েছে দুই দেশের সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকেও। জুনের চতুর্থ সপ্তাহে শেষ বার এলএসিতে চীনা আকাশযানের উপস্থিতি নজরে এসেছে ভারতীয় সেনারা।

সূত্র : আনন্দবাজার

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ