ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রকাশনার সময়: ০৬ আগস্ট ২০২২, ০০:২৪

দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভে আটক কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও তার বোন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ আটক নেতাকর্মীদের ছেড়ে দিয়েছে পুলিশ।

শুক্রবার (০৫ আগস্ট) দুপুরে আটকের ৬ ঘণ্টার পর সন্ধ্যা ৭টার দিকে তারা মুক্তি পান বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

এদিকে, প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিও ভাইরাল হয় দেশটির বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। তার জেরে সংসদ ভবনে বিক্ষোভ শুরু করেন ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যরা। ফলে পণ্ড হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

এর আগে বিক্ষোভে রাহুল গান্ধী বলেন, আমরা গণতন্ত্রের মৃত্যু প্রত্যক্ষ করছি। প্রায় এক শতাব্দী আগে থেকে একটু একটু করে যে ভারতকে গড়ে তোলা হয়েছে, আপনাদের চোখের সামনে আজ তা ধ্বংস করা হচ্ছে। যেই এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়ায়, তাকেই নিষ্ঠুরভাবে আক্রমণ করা হয়, জেলে নেয়া হয়, গ্রেফতার করা হয় ও নির্যাতন করা হয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ